Abar Phire Ele lyrics from Dwitiyo Purush album. Its lyrics for bengali songs. You can find this song lyrics in bengali.
Abar Phire Ele lyrics
Abar Phire Ele lyrics from Dwitiyo Purush album. Its lyrics for Bengali songs. You can find this song lyrics in Bengali. This song is sung by Arijit Singh, Anupam Roy gave music to this song and Anupam Roy written this song.![]() |
Abar Phire Ele lyrics for status |
Singer: Arijit Singh
Movie: Dwitiyo Purush
Music & Lyrics: Anupam Roy
Abar Phire Ele Bengali HD video song from Dwitiyo Purush album. This video is taken from the official channel SVF of YouTube
Abar Phire Ele Lyrics in Bengali
তোমার অভিমানে ভরা,
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায় ।
পথ হারিয়ে ফেলে, সুবর্ণরেখা তাই ।
দু'চোখ ঢেকে যাচ্ছি, কে কোথায়?
তোমার অভিধানে আছে,
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন ।
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ ।
হাতের মুঠোয় চাইছি শিহরণ ।
যাত্রীহীনেই রাত্রিগুলোর,
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে দিয়ে,
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের,
ঝিমঝিম উল্লাসে ।
এক নিমেষে হাওয়ার ছোবল,
এরিয়ে যাবে সে ।
আবার ফিরে এলে
জেগে আছি, পরিনি ঘুমিয়ে ।
আবার ফিরে এলে
ভালোবাসায় দূরেও যাইনি ভুলিয়ে ।
তোমার বিপদ গলির কাঁচে
ডানা মেলে আমি, জানতে পরিচয় ।
মেরুন কোনো দ্বীপে, থাক রহস্যময় ।
ছুঁয়ে দিলে কী জানি কী হয়!!
তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায় ।
নির্জনতা জানে, হয়না তোর বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায় ।
যাত্রীহীনেই রাত্রিগুলোর,
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে দিয়ে,
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের,
ঝিমঝিম উল্লাসে ।
এক নিমেষে হাওয়ার ছোবল,
এরিয়ে যাবে সে ।
আবার ফিরে এলে
জেগে আছি, পরিনি ঘুমিয়ে ।
আবার ফিরে এলে
ভালোবাসায় দূরেও যাইনি ভুলিয়ে ।
This Song Written by- Anupam Roy
COMMENTS