This is Bengali Romantic Song. You Can Get Keno Pichu Dako Lyrics In Bengali Font, And Song Lyric Photo, Captions.
This is Bengali Romantic Song. You Can Get Keno Pichu Dako Lyrics In Bengali Font, And Song Lyric Photo, Captions. This Song Is Sang By Original Singers: Hemanta Mukherjee & Lata Mangeshkar & Cover Singer: Arijit Singh, and Music By Hridaynath Mangeshkar And Salil Chowdhury Written This Song.
Jabo Na Jabo Na Fire Ar Ghore Song Lyric Photo And Captions High Quality 👇👇👇
https://t.me/Voice_Lyrics_Bengali_songs/28
....If You Can't Find The Telegram Channel....
1. Open The Telegram App
2. Type In The Search Bar @voicelyrics
Song: Keno Pichu Dako
Original Singers: Hemanta Mukherjee & Lata Mangeshkar
Cover Singer: Arijit Singh
Music: Hridaynath Mangeshkar
Lyrics: Salil Chowdhury
Jabo Na Jabo Na Fire Ar Ghore Lyrics In Bengali
ইয়া গো দরিয়াছা দরিয়াছা
দরিয়াছা দারারা মোঠা
কাভা পান্যভরি উথটান ডন্গরলাটা লাটা লাটা লাটা লাটা
কেন পিছু ডাকো পিছু ডাকো বারেবারে
আমারে তুমি
কাঁদো কন্যা তুমি
চোখেরও জলে কি ভাসাবে সাধের জমি
হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে
পোড়া মন মানে না
সংসার কারই বা তরে
দেহ কাটিয়া মুই
বানাবো নৌকা তোমারি
দুটি কাটিয়া হাত
বানাবো নৌকারই দাঁড়ি
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো
হবো ময়ূরপঙ্খী তোমারি
তোরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইসা
তোরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইসা
মি ডোলকারা ডোলকারা
ডোলকারা দরিয়াছা রাজা
মি ডোলকারা ডোলকারা
ডোলকারা দরিয়াছা রাজা
বল্লভ রে নাকওয়া হো বল্লভ রে রামা
বল্লভ রে নাকওয়া হো বল্লভ রে রামা
আর কাইন্দো না কাইন্দো না তুমি সজনী
হবে আরো আঁধার আমার এ জীবন রজনী
আর কাইন্দো না কাইন্দো না তুমি সজনী
হবে আরো আঁধার আমার এ জীবন রজনী
তুমি হাসো যদি
আকাশে চাঁদিনি হাসে
পথ চেয়ে থাকো
তাই ভরসা বুকেতে আসে
খরধারা এ জীবন নদী
পাল ছেড়ে, ভাঙি হাল যদি
খরধারা এ জীবন নদী
পাল ছেড়ে ভাঙি হাল যদি
শুধু প্রেমেরই পাল তুলিয়া........
পারে চলে যাবো
দুজনে কূজনে হাইসা
পারে চলে যাবো
দুজনে কূজনে হাইসা
পারে চলে যাবো
দুজনে কূজনে হাইসা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু ত্যাইগা
হেঁইয়ো রে মার জোর
হে আল্লাহ, হে রামা
হেঁইয়ো রে মার জোর
হে আল্লাহ, হে রামা
COMMENTS